Tuesday, April 26, 2011

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও সাহিত্যিক বিমল মিত্র

২রা বৈশাখ ১৩৬৮ (১৫ই এপ্রিল ১৯৬১) দেওঘরে বৈশাখী উৎসব। প্রখ্যাত সাহিত্যিক বিমলমিত্র এই উৎসবে দেওঘরে আসেন। উৎসব মন্ডপে সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির আসন অলকৃত করেন বিমল মিত্র। বাংলা সাহিত্যের সেই বিখ্যাত লেখক ঠাকুরের সমন্বয়মূলক বিজ্ঞান সম্মত মতাদর্শের প্রতি খুবই আকৃষ্ট হয়েছিলেন। বেশী মুগ্ধ হয়েছিলেন ঠাকুরের প্রেমময় ব্যক্তিত্বে। এই জড়বিজ্ঞানের যুগে সবচেয়ে দুর্লভ যে বস্তুটি।
সেদিন সেই বিপুল জনারন্যে প্রধান অতিথির ভাষণে ভাবাবিষ্ট হয়ে বলেন স্বামী বিবেকানন্দ এমন একজন লোক পেয়েছিলেন যাকে বলতে পরতেন "তোমার পায়ে মাথা রেখে আমি নিশ্চিন্ত হলাম" এখানে আমি এই প্রথম এলাম, এঁদের দেখে মনে হচ্ছে এঁরা এমন একজন মানুষ পেয়েছেন যাঁর উপর নির্ভর করে নিশ্চিন্ত হওয়া যায়।
undefinedএই অসংযমের যুগে অমানার যুগে অসংখ্য হৃদয়ের এই ভক্তিপুত সমপর্ণের পবিত্র দৃশ্য কথাশিল্পী বিমল মিত্রকে বিমল আনন্দ দিয়েছিল।
আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিন
সম্পাদনায়: রিন্টু কুমার চৌধুরী
পরিচালক, শ্রেয় অন্বেষা
(শ্রীশ্রীঠাকুর’র আদর্শ ও কর্ম ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্টান
undefined

No comments:

Post a Comment