সেদিন সেই বিপুল জনারন্যে প্রধান অতিথির ভাষণে ভাবাবিষ্ট হয়ে বলেন স্বামী বিবেকানন্দ এমন একজন লোক পেয়েছিলেন যাকে বলতে পরতেন "তোমার পায়ে মাথা রেখে আমি নিশ্চিন্ত হলাম" এখানে আমি এই প্রথম এলাম, এঁদের দেখে মনে হচ্ছে এঁরা এমন একজন মানুষ পেয়েছেন যাঁর উপর নির্ভর করে নিশ্চিন্ত হওয়া যায়।
এই অসংযমের যুগে অমানার যুগে অসংখ্য হৃদয়ের এই ভক্তিপুত সমপর্ণের পবিত্র দৃশ্য কথাশিল্পী বিমল মিত্রকে বিমল আনন্দ দিয়েছিল।আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিন
সম্পাদনায়: রিন্টু কুমার চৌধুরী
পরিচালক, শ্রেয় অন্বেষা
(শ্রীশ্রীঠাকুর’র আদর্শ ও কর্ম ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্টান
No comments:
Post a Comment